বর্তমান সময়ে আমরা মা-বাবার প্রতি সদাচরণ করা প্রায় ভুলেই গেছি।। প্রতিনিয়ত পেপার পত্রিকায় মা-বাবাকে অবহেলাসহ বিভিন্ন অবমাননাকর ঘটনা শোনা যায়।। আবার পিতা-মাতার উপর সন্তানকে যেভাবে লালন পালনের জন্য কোরআন ও হাদিসে বলা হয়েছে বাবা-মাও সেই দায়িত্ব পুরোপুরি পালন করতে পারেন না।। ফলে সন্তানরা বিপথগামী হয়ে যায়।। এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সমস্যা ও সমাধান, দিকনির্দেশনা সম্বলিত শায়েখ মুকাররম বিন মুহসিন মাদানী এর এই বইটি।।
শায়েখ এর এই বইটি খুব সুন্দর।। সাহিত্যিক মান প্রশংসার দাবী রাখে।। শায়েখের লেখায় আমি একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লক্ষ্য করেছি তা হলো তিনি কোরআন হাদিসের উল্লেখের পাশাপাশি বিভিন্ন সত্য ঘটনা ও বিভিন্ন শায়েখদের উক্তি, কথা ব্যবহার করেছেন ।। বইটির পেপার ও বাধাই অনেক সুন্দর।।
আল্লাহ লেখক প্রকাশক ও প্রকাশনীর খেদমত কবুল করুন।। আমিন।।