যারা একাগ্রতার সাথে ছালাত আদায় করে তারাই সফল মুমিন। পক্ষান্তরে যারা লােক দেখানাের উদ্দেশ্যে উদাসীনতা কিংবা অলসতার সাথে ছালাত আদায় করে তাদের জন্য প্রস্তুত রয়েছে কঠিন শাস্তি। ছালাতে একাগ্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেননা প্রতিটি কাজে সফলতার মৌলিক শর্ত হল। একাগ্রতা ও একনিষ্ঠতা। তাই ছালাতের প্রকৃত স্বাদ আস্বাদনের জন্য একাগ্রতার কোন বিকল্প নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বর্তমানে এই ব্যস্ত যান্ত্রিক সভ্যতার যুগে একাগ্রচিত্তে ছালাত আদায় করা বেশ কঠিন হয়ে পড়েছে। ছালাতের জন্য উপযুক্ত সময় বের করা খুব কম লােকেরই ভাগ্যে জোটে। বর্তমানে মুছল্লীর সংখ্যা বেড়েছে অনেক কিন্তু ছালাতের প্রকৃত হক্ব আদায়কারী মুছল্লীর সংখ্যা নিতান্তই কম। এজন্য ছালাতের মৌলিক উদ্দেশ্য যেমন আদায় হচ্ছে না, তেমনি এর বাস্তব ফল মানব জীবনে প্রতিফলিত হচ্ছে না।
সালাতে একাগ্রতা অর্জনের সকল সম্ভাব্য উপায় আকর্ষণীয় ভঙ্গিতে খুবই সহজে উদাহরণসহ তুলে ধরেছেন। পাঠকের অধ্যায়নে সালাতে খুশু খুজু তথা একাগ্রতা আনয়নে বেশ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ বইটি।